পটিয়া উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সভা হয়েছে।
দুপুরে পটিয়াস্থ হুইপের কার্যালয়ের হল রুমে এ আয়োজন করা হয়। এসময় বক্তারা বলেন, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলছে। এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে এ ধারা ব্যাহত করতে কোনো অপশক্তি যেন মাথা চাড়া দিয়ে উঠতে না পারে সে ব্যাপারে সকলকে সজাগ থাকার পরামর্শ দেন বক্তারা। উপজেলা যুবলীগের আহ্বায়ক মো. হাসান উল্লাহ চৌধুরীর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, যুগ্ম আহ্বায়ক ইমরান উদ্দিন বশির, সদস্য আবুল হাসনাত ফয়সালসহ অন্যরা।
নিউজ ডেস্ক / বিজয় টিভি