গত ৯ মাসে আনোয়ারা থানা পুলিশের অভিযানে দেড় কোটি টাকার মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। সেই সঙ্গে আটক করা হয়েছে তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ীসহ ১৩৬ জনকে।
আনোয়ারায় বিভিন্ন পয়েন্ট দিয়ে ঢুকছে মরণ নেশা ইয়াবা। চোখ ফাঁকি দিয়ে প্রতিদিন সড়ক ও নৌপথে ইয়াবা ছড়িয়ে পড়ছে সাড়া দেশে। ইতিপূর্বে বড় বড় ইয়াবার চালান আটক হলেও ব্যবসার সাথে জড়িত গড ফাদাররা থেকে যাচ্ছে আড়ালে। আনোয়ারা থানার অফিসার ইনচার্জ দুলাল মাহমুদ জানান, গত ৯ মাসে উপজেলার বিভিন্ন স্থানে এ অভিযান চালানো হয়। পাশাপাশি এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
নিউজ ডেস্ক/ বিজয় টিভি