1. junayed@bijoy.tv : বিজয় নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  2. boe01@bijoy.tv : বিজয় টিভি নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  3. rafi@bijoy.tv : বিজয় নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  4. rubel@bijoy.tv : support_admin :
হিন্দি সিনেমা আমদানির পক্ষে একমত ডিপজল
ঢাকা শুক্রবার, ০১ অগাস্ট ২০২৫, ১০:০৯ অপরাহ্ন

হিন্দি সিনেমা আমদানির পক্ষে একমত ডিপজল

বিজয় টিভি নিউজ
  • প্রকাশিত: রবিবার, ৯ জুন, ২০২৪
  • ২১৮ বার পড়া হয়েছে
হিন্দি সিনেমা আমদানির পক্ষে একমত ডিপজল

ঢাকাই সিনেমার জনপ্রিয় খল-নায়ক মনোয়ার হোসেন ডিপজল বরাবরই দেশে হিন্দি সিনেমা আমদানির বিপক্ষে। দেশিয় সিনেমা ইন্ডাস্ট্রি রক্ষায় বিভিন্ন সময় কথা বলতে দেখা গেছে তাকে। তবে এবার সিনেমা হল রক্ষায় সেই হিন্দি সিনেমাই আমদানির পক্ষে মতামত দিলেন এই অভিনেতা।

শনিবার (৮ জুন) রাজধানীর নয়া পল্টনের একটি হোটেলে প্রদর্শক সমিতির বার্ষিক সাধারণ সভা ও সংগঠনের ওয়েবসাইট উদ্বোধন করা হয়। সেই অনুষ্ঠানেই এই মতামত দেন ডিপজল।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক ডিপজল বলেন, আমি সবসময় আমাদের সিনেমা ইন্ডাস্ট্রির কথা ভাবি। এটা সত্য যে হিন্দি সিনেমা আমাদের ইন্ডাস্ট্রির জন্য ক্ষতিকর। কিন্তু এখন হলও তো বাঁচাতে হবে। এ জন্য আপাতত আপনাদের সবার সঙ্গে একমত আমি, হিন্দি সিনেমা আসুক। একইসঙ্গে নিজেদের ভালো মানের সিনেমা নির্মাণের কোনো বিকল্প নেই।

এ অভিনেতা বলেন, আমাদের ইন্ডাস্ট্রি রক্ষায় সিনেপ্লেক্সসহ অনন্ত ৫০০ স্ক্রিন প্রয়োজন। এ জন্য আমি অবশ্য কিছু পদক্ষেপ নিয়েছি। এরমধ্যে হেমায়েতপুর মাল্টিস্টোরেড বিল্ডিং হবে, সেখানে মাল্টিপ্লেক্স চালু হবে। ঈদের পরই এর কাজ শুরু করা হবে।

তিনি বলেন, ইতোমধ্যে ‘পর্বত’ ভেঙে ফেলা হয়েছে, সেখানে তিনটি স্ক্রিন হবে। আর দুই বছর পর ‘এশিয়া’তেও মাল্টিপ্লেক্স চালুর জন্য পরিকল্পনা রয়েছে। আশা করছি সব মিলে দেশে ভালো সিনেমা তৈরি হলে হলের সংখ্যাও ক্রমশ বাড়বে।

প্রসঙ্গত, চলচ্চিত্র প্রদর্শক সমিতির সাধারণ সভাটি সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক আওলাদ হোসেন উজ্জ্বল। এতে বক্তব্য রাখেন লায়ন সিনেমাসের কর্ণধার মির্জা আব্দুল খালেক, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মিয়া আলাউদ্দিন, প্রধান উপদেষ্টা সুদীপ্ত কুমার দাস, উপদেষ্টা রোকনুজ্জামান ইউনূস রুবেল, সিনিয়র সহ-সভাপতি আমীর হামযা, সাংগঠনিক সম্পাদক শরফুদ্দিন এলাহি সম্রাট, উল্কা সিনেমার কর্ণধার রফিক, কোষাধ্যক্ষ আজগর হোসেন, খোরশেদ আলম প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

সাম্প্রতিক পোস্ট

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বসত্ব সংরক্ষিত ২০২৫ বিজয় টিভি || All Rights Reserved.