গেলো কয়েক মাস ধরেই টানাপোড়েন চলছিল অভিনয়শিল্পী অপূর্বর সংসারে। যার ফল গড়াল বিচ্ছেদে এসে। রোববার তাদের বিচ্ছেদের খবর প্রকাশ পেয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
বিচ্ছেদের বিষয়ে নাজিয়া হাসান অদিতি জানিয়েছেন, তাদের ডিভোর্স হয়ে গেছে। এর বাইরে তিনি আর কিছু বলতে চান না। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অপূর্বকে দোষারোপ না করার অনুরোধও জানান অদিতি।
অপূর্ব জানান, অদিতির সঙ্গে তার ৯ বছরের দারুণ পথচলা অনাহূত কারণে ঘুরে গেছে। এ কারণে তিনি কিছুটা বিচলিত। যদিও তারা নিজেদের জন্য এমনটি চেয়েছিলাম তা নয়। তবে দুঃখের বিষয়, জীবন আজ তাদের এখানে এনে দাঁড় করিয়েছে। কিন্তু কারণটির ব্যক্তিগত রেখেছেন অপূর্ব।
২০১১ সালের ১৪ জুলাই নাজিয়া হাসান অদিতিকে বিয়ে করেন অপূর্ব। তাদের ভালোবাসার ফসল একমাত্র ছেলে আয়াশ।
নিউজ ডেস্ক/ বিজয় টিভি