দুই মাসেরও বেশি সময় ধরে বন্ধ সিনেমার শুটিং। করোনার কারণে সিনেমার শুটিং বন্ধ ঘোষণা করা হয় গত ১৯ মার্চ। দুই মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর শুটিং শুরুর প্রস্তুতি নিচ্ছেন চলচ্চিত্রের মানুষরা।
২ জুন অনুষ্ঠিত এক সভায় চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক-পরিবেশক সমিতি শুটিং শুরুর সিদ্ধান্ত নেয়। প্রযোজক-পরিবেশক সমিতির সভাপতি খোরশেদুল আলম খসরু জানান, দরিদ্র কলাকুশলী ও চলচ্চিত্র শিল্পের কথা বিবেচনা করে আগামী ৫ জুন থেকে শুটিং শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
(ভিডিওটি দেখেতে ক্লিক করুন নিচের ইউটিউব লিংক এ)