ঢাকাই নির্মাতা ফাখরুল আরেফিনের সিনেমা গণ্ডিতে ধরা দিয়েছিলেন কলকাতা অভিনেতা সব্যসাচী চক্রবর্তী। ছবিটিতে গুণী এই অভিনেতা অভিনয় করেছিলেন ঢাকাই ছবির গুণী অভিনেত্রী সুবর্ণা মুস্তাফার বিপরীতে।
অন্যদিকে ঢাকাই ছবির আলোচিত মুখ অভিনেত্রী নুশরাত ইমরোজ তিশা। ছোটপর্দা থেকে বড় পর্দা দুই মাধ্যমেই সমান তালে অভিনয় করে গেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী। ভারতের ফেলুদা খ্যাত অভিনেতা সব্যসাচী চক্রবর্তীর সঙ্গে এবার দেখা যাবে তাকে।
২০১৮ সালের ডিসেম্বরে কলকাতার ছবি ‘বোবা রহস্য’-এ চুক্তিবদ্ধ হন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। যেখানে বাংলাদেশ থেকে আরও যুক্ত ছিলেন অভিনেতা আমান রেজাও। এবার জানা গেছে, শুটিংয়ে গড়াচ্ছে সব্যসাচী ও তিশার ‘বোবা রহস্য’ ছবিটি।
এ ছবির মাধ্যমে গোয়েন্দা চরিত্রে ফেরার কথা ছিল ফেলুদা-খ্যাত ভারতের সব্যসাচী চক্রবর্তীর। কলকাতার নির্মাতা অভিষেক বাগচির এ সিনেমায় আরও আছেন খরাজ মুখার্জি, সুদীপ্ত চক্রবর্তী, দর্শনা বণিক, রাহুল ব্যানার্জি ও অরিন্দম বসুর মতো টলিউড অভিনেতারা।
‘বোবা রহস্য’ ছবিতে তিশা থাকবেন মূল ভূমিকায়। তার চরিত্রটিকে কেন্দ্র করেই এগিয়ে যাবে কাহিনি। গোয়েন্দা কাহিনি হলেও এটি মূলত ভৌতিক ছবি। লকডাউন পরিস্থিতি স্বাভাবিক হলেই এর শুটিং শুরু হবে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি