ঘুম ভাঙ্গা শহরে ভালোবাসাকে উদযাপন করেছেন সংগীতশিল্পী মিনার রহমান ও সুস্মিতা আনিস। বাস্তবে নয়। গানের গল্পটাই এমন। ভালোবাসায় জড়িয়ে থাকা দুই তরুণ-তরুণীকে আলাদা করে দেয় করোনা মহামারি নামক দুঃসময়। শুরু হয় অনুভব সময়ের গল্প।
করোনা সময়ে একে অন্যের কাছ থেকে দূরে থেকেও স্মৃতিচারণ করে ভেসে যায় গানের গল্পের এই যুগল। তারা বিশ্বাস করে ভালোবাসার বৃষ্টিতে তারা আবারও ভিজবে। তাদের দেখা হবে আবার। এমন একটি গল্প নিয়ে তৈরি হয়েছে ‘আবার বৃষ্টি হবে’ শিরোনামের এই গান ভিডিও।
গানটিতে কণ্ঠ দিয়েছেন সুস্মিতা আনিস ও মিনার রহমান। মিনার রহমানের লেখা ও সুরে গানটির সংগীতায়োজন করেছেন সাজিদ সরকার। আর গান ভিডিওতে মডেল হয়েছেন ‘ন ডরাই’ খ্যাত সুনেরাহ বিনতে কামাল। তার সঙ্গে আছেন খায়রুল বাশার। অন্তর্জালে প্রকাশ পেয়েছে এই গান।
চলমান মহামারিতে গেল ঈদের পর নতুন গান প্রকাশ করেছে সুফি ঘরানার গায়ক পারভেজ সাজ্জাদ। সম্প্রতি প্রকাশ পেয়েছে তার ‘ছাড়াছাড়ি’ শিরোনামের একটি বিশেষ কাজ। গানটির শিল্পী বিষয়টিকে দেখছেন মিউজিক্যাল ফিল্ম হিসেবে।
আধ্যাত্মিক ঘরানার গানটির সূত্র ধরে তৈরি হয়েছে গল্পনির্ভর থ্রিলার ফিকশন। যেখানে প্রেম ও খুন এগিয়ে গেছে সমান্তরাল গতিতে। আর এই মিউজিক্যাল ফিল্মটি নির্মাণ করেছেন মিজানুর রহমান লাবু। নির্মাতার নিজের লেখায় গানটির সংগীত পরিচালনা করেছেন আবিদ রনি।
পারভেজ সাজ্জাদ জানান, এটা একটা পূর্ণাঙ্গ মিউজিক্যাল ফিল্ম হয়েছে। গানের কথা ধরে একটা গল্প বলেছেন পরিচালক। ‘ছাড়াছাড়ি’ মিউজিক্যাল ফিল্মটিতে অভিনয় করেছেন শিল্পী সরকার অপু, মঈন খান, আইরিন আফরোজ’সহ অনেকে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি