দুই বাংলার তুমুল জনপ্রিয় কণ্ঠশিল্পী শায়ান চৌধুরী অর্ণব। সবশেষ ঈদুল ফিতরে ‘চোরাকাঁটা’ শিরোনামে একটি গানে কণ্ঠ দিয়েছিলেন অর্ণব। এর আগে একাধিক রবীন্দ্রসংগীতে কণ্ঠ দিয়েছেন অর্ণব। সেসব গান জনপ্রিয়তাও পেয়েছে।
এবার অর্ণবের কণ্ঠে এসেছে নতুন গান। ‘এই তো তোমার আলোকধেনু’ শিরোনামের একটি রবীন্দ্রসংগীতে কণ্ঠ দিয়েছেন অর্ণব ও পশ্চিমবঙ্গের সুনিধি নায়েক। সুনিধি নায়েকের ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে গানটি।
শায়ান চৌধুরী অর্ণব ১৯৭৯ সালে বাংলাদেশের ঢাকায় জন্মগ্রহণ করলেও বর্তমানে তিনি কলকাতার শান্তিনিকেতনে বসবাস করছেন। মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন বাংলাদেশের অর্ণব ও পশ্চিমবঙ্গের সুনিধি নায়েক।
নিউজ ডেস্ক/বিজয় টিভি