করোনা চলছে! তো কী হয়েছে? টলিউডে চলছে প্রেম আর বিয়ে! এই বছরের ভরা শীতেই গৌরবের সঙ্গে বিয়েটা সেরে ফেলতেন দেবলীনা কুমার। ‘দিদি নং ওয়ান’-এর ১০ বছর পূর্তিতে এসে রচনা বন্দ্যোপাধ্যায়কে তেমনটাই জানালেন অভিনেত্রী। সেই ফাঁকে জেনে নিল গোটা শহর!
অভিনেত্রী আক্ষেপ করে বলেন, ‘‘যত নষ্টের গোড়া করোনা। অতিমারি না এলে এই বছরের শেষেই বিয়ে হত আমাদের। বড় জোর ২০২১-এর শুরুতে। সবটাই ভেস্তে গেল।’’
অতিমারির মধ্যেই মানালি মনীষা দে বিয়ে করেছেন। তেমন কিছু?… প্রশ্ন শেষের আগেই মিষ্টি জবাব, ‘‘আমার বিয়েতে অনেক লোক আসবে। গা ভর্তি গয়না পরব। প্রচুর উপহার চাই আমার। এ ভাবে একা একা বিয়ে নয়।’’
তাঁর আরও সংযোজন, তার পর সেই সব উপহার ট্রাকে করে বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়িতে যাবে। একটা একটা করে মোড়ক খুলবেন নিজের হাতে। দেখবেন, কে, কী দিয়েছেন! তবে না বিয়ের আনন্দ?
জানেন, বিয়ে না হওয়ার দুঃখ ভুলতে কী করছেন দেবলীনা কুমার? আগে চিনি আর নুন ছাড়া নাকি কিচ্ছু চিনতেন না। গ্যাস জ্বালাতে পারতেন না। এখন সব রান্না শিখে গিয়েছেন। নিয়মিত রান্নাও করছেন! লকডাউনেও তিনি নিজের লাল মারুতি ড্রাইভ করে রোজ হাজিরা দিয়েছেন মনোহরপুকুর রোড থেকে গিরিশ মুখার্জি রোডে মহানায়ক উত্তম কুমারের বাড়িতে। অভিনেত্রীর দাবি, ‘‘আমার কোনও ভাই-বোন নেই। লকডাউনে বাড়িতে বসে একা একা কী করি? তাই রোজ গৌরবের কাছে।’’ (সুত্র: আনন্দবাজার)