বাংলাদেশের পোশাক শিল্পকর্মীদের গল্প নিয়ে ২০১৯ সালে নির্মিত হয় ‘মেইড ইন বাংলাদেশ’। নির্মাতা রুবাইয়াৎ হোসেনের তৃতীয় ছবি এটি। এর আগে মেহেরজান ও আন্ডার কনস্ট্রাকশন নামে দুটি ছবি নির্মাণ করেছিলেন রুবাইয়াৎ।
‘মেইড ইন বাংলাদেশ’ সিনেমাটি শিমু নামের এক তরুণীকে ঘিরে। তার মাধ্যমে পোশাক কর্মীদের অধিকার আদায়ের গল্প দেখাতে চেয়েছেন নির্মাতা।
আনন্দের সংবাদ হল, ৭৮তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছে রুবাইয়াৎ হোসেনের তৃতীয় সিনেমা ‘মেইড ইন বাংলাদেশ’। আগামী ৫ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় শুরু হবে এ আসর।
এতে অংশ নিতে সম্প্রতি আমন্ত্রণ পেয়েছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন পরিচালক রুবাইয়াৎ হোসেন নিজেই। খনা টকিজ ও ফরাসি প্রযোজক ফ্রাঙ্কোইস ডি’আর্তেমারের যৌথ প্রযোজনায় নির্মিত এ সিনেমাটি প্রতিযোগিতায় বেস্ট ফরেন ল্যাঙ্গুয়েজ ফিল্ম ক্যাটাগরিতে অংশ নেবে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি