২০৫০ সাল নাগাদ বিশ্বের প্রতি ৪ জনের একজন শ্রবণ সমস্যার সম্মুখীন হবে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
আজ সংস্থাটির ওয়েবসাইটে এ প্রতিবেদন প্রকাশ করা হয়। ৩রা মার্চ বিশ্ব শ্রবণ দিবস উপলক্ষে জাতিসংঘের এ অঙ্গ সংগঠনটি এ প্রতিবেদন প্রকাশ করে।
প্রতিবেদনে বলা হয়, যথাযথ পদক্ষেপ না নিলে ২০৫০ সাল নাগাদ ২ দশমিক ৫ বিলিয়নের মধ্যে ৭০০ মিলিয়ন মানুষের অবস্থা গুরুতর পর্যায়ে পৌঁছাবে। যার ফলে শ্রবণ সহায়ক যন্ত্রপাতি, চিকিৎসা ও পুনর্বাসন সেবার প্রয়োজন হতে পারে।
প্রতিবেদনে শ্রবণক্ষমতা হ্রাস প্রতিরোধ ও সমস্যাটিকে গুরুত্ব দিতে দ্রুত পদক্ষেপ নেয়ার প্রয়োজনীয়তার বিষয়টি তুলে ধরা হয়।