আত্মগোপনে থাকা জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুকে গ্রেপ্তার করা হয়েছে। বুধাবর (১৪ আগস্ট) রাতে পল্টন থানায় দায়ের করা একটি মামলার প্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়। রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এ তথ্য জানায়।
সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএমপি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে রাজধানীর খিলক্ষেত থানাধীন নিকুঞ্জ আবাসিক এলাকা হতে আত্মগোপনে থাকাবস্থায় জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুকে গ্রেপ্তার করা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএমপি আরও জানায়, পল্টন থানায় দায়েরকৃত মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে গ্রেপ্তার করা হয়েছে।
পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিন্টু মিয়া চ্যানেল 24 কে জানান, ১৯ জুলাই পল্টনে এক রিকশা চালককে হত্যা মামলায় এদের গ্রেপ্তার করা হয়েছে। মামলার বাদী ফাতেমা খাতুন নামে এক নারী।
এদিকে, গতকাল মঙ্গলবার (১৩ আগস্ট) সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৪ আগস্ট) আটককৃত দুইজনকে ১০ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।
পুলিশ সূত্রে জানা যায়, কোটা সংস্কারের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে ১৬ জুলাই ঢাকা কলেজের সামনে সংঘর্ষে দুজন নিহত হন। তাদের মধ্যে একজন ছাত্র ও একজন হকার। এ ঘটনায় নিউমার্কেট থানায় দুটি হত্যা মামলা হয়েছে। এসব হত্যার ঘটনায় ইন্ধনদাতা হিসেবে এই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
প্রসঙ্গত, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গত ৫ আগস্ট ছাত্র-জনতার কর্মসূচির মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যান। এরপর থেকে মন্ত্রিপরিষদের সদস্য থেকে শুরু করে বেশিরভাগ আওয়ামী লীগ নেতা আত্মগোপনে চলে যান।