ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণে ওষুধ প্রশাসন অধিদপ্তরের মাঠ পর্যায়ের সকল কর্মকর্তাদের নির্দেশ প্রদান করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালিক।
সোমবার দুপুরে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। এছাড়াও ৯৩ শতাংশ ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ শিরোনামে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত খবর তথ্য ভিত্তিক নয় বলে মন্তব্য করেন মন্ত্রী। সভায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি করতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন সকল দপ্তর ও সংস্থাকে নির্দেশও প্রদান করা হয়।
নিউজ ডেস্ক / বিজয় টিভি