দল ভারী করার জন্য মন্দ লোকদের আওয়ামী লীগে আনার প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
দুপুরে বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের এক বর্ধিত সভায় তিনি এ মন্তব্য করেন। সেতুমন্ত্রী বলেন, দলীয় প্রধানের শুদ্ধি অভিযানের প্রেক্ষাপটে যেকোনো শাখায় বিতর্কিত ও খারাপ ব্যক্তিরা থাকলে তাদেরকে বাদ দিতে হবে। এর আগে নূর হোসেন দিবস উপলক্ষ্যে সকালে রাজধানীর গুলিস্তানে ‘নূর হোসেন স্কয়ারে’ শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এসময় নূর হোসেনের স্মৃতিচারণ করে ওবায়দুল কাদের বলেন, নূর হোসেন গণতন্ত্রের জন্য রক্ত দিয়েছিলেন। যে গণতন্ত্রের জন্য নূর হোসেন রক্ত দিয়েছিলেন, দেশে সেই গণতন্ত্র বর্তমানে অব্যাহত আছে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি