ক্ষুদ্রঋণ দারিদ্র্য বিমোচন নয়, দারিদ্র্যকে লালন করে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সাত দিনব্যাপী পিকেএসএফ উন্নয়ন মেলা- ২০১৯ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী জানান, প্রতিটি পরিবারকে দারিদ্র্যের হাত থেকে মুক্ত করতে ‘আমার বাড়ি আমার খামার’সহ বেশকিছু কর্মসূচী ঘোষণা করা হয়েছে। সেই সঙ্গে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন যেন বহুমুখী কার্যক্রম পরিচালনা করতে পারে সে নির্দেশনা তাদের দেয়া হয়েছে বলেও জানান তিনি। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. কাজী খলিকুজ্জামান আহমদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালসহ অন্যরা।
নিউজ ডেস্ক/বিজয় টিভি