কৃষির পর এবার ক্ষুদ্র শিল্পের প্রণোদনার ঋণ বিতরণের সময়ও তিন মাস বাড়াল বাংলাদেশ ব্যাংক।
ফলে চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত কুটির, অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের প্রতিষ্ঠানগুলো স্বল্পসুদে প্রণোদনার ঋণ নিতে পারবে। বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগ থেকে এ সংক্রান্ত এক সার্কুলার জারি করে সব ব্যাংকের প্রধান নির্বাহীদের পাঠানো হয়েছে।
করোনাভাইরাসে ক্ষতিগ্রস্ত সিএমএসএমই খাতের প্রতিষ্ঠানগুলোকে চলতি মূলধন ঋণ জোগান দিতে গত এপ্রিলে ২০ হাজার কোটি টাকার একটি প্রণোদনা প্যাকেজ হাতে নেয় বাংলাদেশ ব্যাংক। এই তহবিলের আওতায় চার শতাংশ সুদে ঋণ পাচ্ছে সিএমএসএমই খাতের প্রতিষ্ঠানগুলো।