আজ থেকে ঈদের ছুটি শুরু হওয়ায় পুঁজিবাজারে লেনদেন বন্ধ রয়েছে।
ডিএসইর তথ্য মতে, ঈদের ছুটি উপলক্ষে, আজ পুঁজিবাজার বন্ধ থাকবে। তারপর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। ফলে এই তিনদিনও লেনদেন বন্ধ থাকবে। ১৬ মে থেকে পুনরায় শুরু হবে লেনদেন। এসময় সরকারের বিধিনিষেধে পুঁজিবাজারে সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত লেনদেন হবে।
এরপরও যদি করোনার প্রকোপ রোধে সরকার কোনো ছুটি কিংবা নতুন করে বিধিনিষেধ আরোপ না করে, তবে ১৭ মে থেকে সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত লেনদেন হবে।