1. junayed@bijoy.tv : বিজয় নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  2. boe01@bijoy.tv : বিজয় টিভি নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  3. rafi@bijoy.tv : বিজয় নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  4. rubel@bijoy.tv : support_admin :
গত পঞ্চাশ বছরেনির্বাচনের ফল উল্টে দেওয়ার চেষ্টায় নিজেকে নির্দোষ দাবি ট্রাম্পের - বিজয় টিভি
ঢাকা মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫, ০২:৫১ অপরাহ্ন

গত পঞ্চাশ বছরেনির্বাচনের ফল উল্টে দেওয়ার চেষ্টায় নিজেকে নির্দোষ দাবি ট্রাম্পের

বিজয় টিভি নিউজ
  • প্রকাশিত: শুক্রবার, ৪ আগস্ট, ২০২৩
  • ৫১ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রে ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল উল্টে দেওয়ার চেষ্টার অভিযোগ অস্বীকার করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে আদালতে তার বিরুদ্ধে আনীত এই অভিযোগ থেকে নিজেকে নির্দোষও দাবি করেছেন তিনি।

স্থানীয় সময় বৃহস্পতিবার (৩ আগস্ট) যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির একটি আদালতে শুনানির পর ট্রাম্প এই মন্তব্য করেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেলে ওয়াশিংটন ডিসির একটি আদালতে ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলে হস্তক্ষেপের বিষয়ে আনা অভিযোগের শুনানি হয়। শুনানি শুরুর পর ট্রাম্পের বিরুদ্ধে আনা অভিযোগগুলো পড়ে শোনান বিচারক। অভিযোগ প্রমাণিত হলে কত বছরের সাজা হতে পারে সেটিও ট্রাম্পকে জানানো হয়। তবে এসময় ট্রাম্প নিজেকে নির্দোষ দাবি করেন।

পরে বিচারক মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেন আগামী ২৮ আগস্ট। অবশ্য আদালতে হাজির হওয়ার আগে ধারণা করা হয়েছিল, যুক্তরাষ্ট্রের সাবেক এই প্রেসিডেন্টকে গ্রেপ্তার করা হতে পারে। তবে শুনানিতে সরকারপক্ষের আইনজীবীরা আদালতের কাছে ট্রাম্পকে গ্রেপ্তারের আবেদন করেনি। তবে এর বিপরীতে তাকে কয়েকটি শর্ত দেওয়া হয়েছে।

ফৌজদারি মামলার আসামি হিসাবে এ নিয়ে গত চার মাসের মধ্যে তৃতীয়বার আদালতে উপস্থিত হলেন সাবেক এই রিপাবলিকান প্রেসিডেন্ট। তবে বৃহস্পতিবারের শুনানির পর ট্রাম্প সাংবাদিকদের বলেন, তার বিরুদ্ধে এই মামলাটি রাজনৈতিক প্রতিপক্ষের ওপর নিপীড়ন।

শুনানি শেষে নিউজার্সিতে বাড়ি ফেরার আগে সাংবাদিকদের সাথে কথা বলেন ডোনাল্ড ট্রাম্প। এসময় তিনি বলেন, প্রেসিডেন্ট নির্বাচনের ফল উল্টে দেওয়ার চেষ্টার জন্য তাকে অভিযুক্ত করা ‘আমেরিকার জন্য অত্যন্ত দুঃখজনক দিন’।

উল্লেখ্য, ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল উল্টে দেওয়ার চেষ্টা করেছিলেন বলে দিন দু’য়েক আগে ট্রাম্পের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ আনা হয়। তার বিরুদ্ধে চারটি অভিযোগ আনা হয়েছে, যার মধ্যে রয়েছে – যুক্তরাষ্ট্রের সাথে প্রতারণা, ষড়যন্ত্র করা, সাক্ষ্য জাল করা এবং নাগরিকদের অধিকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করা।

যুক্তরাষ্ট্রের ক্যাপিটল ভবনে ২০২১ সালের ৬ জানুয়ারি যে দাঙ্গার ঘটনা ঘটেছিল, সেটি তদন্ত করতে গিয়ে ট্রাম্পের বিরুদ্ধে এসব অভিযোগ আনা হয়। তবে ৭৭ বছর বয়সী ট্রাম্প তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন।

এছাড়া ট্রাম্পকে ইতোমধ্যে আরও দু’টি মামলায় অভিযুক্ত করা হয়েছে। যার একটি হচ্ছে- সংবেদনশীল নথিপত্র ব্যবস্থাপনায় গাফলতি করা এবং ব্যবসায়িক তথ্য জাল করার কথা গোপন রাখার জন্য একজন পর্ন তারকাকে তার মুখ বন্ধ রাখার শর্তে ঘুষ দেওয়া।

বিবিসি বলছে, সর্বশেষ এই অভিযোগসহ ডোনাল্ড ট্রাম্প এখন পর্যন্ত তিনটি ভিন্ন মামলায় সব মিলিয়ে ৭৪টি ফৌজদারি অভিযোগের মুখোমুখি হয়েছেন। যদিও আগামী নির্বাচনকে সামনে রেখে বর্তমানে রিপাবলিকান দলের পরবর্তী প্রেসিডেন্ট প্রার্থী বাছাইয়ের লড়াইয়ে এগিয়ে রয়েছেন তিনি।

দলের ভেতরের এই লড়াইয়ে যিনি জিতবেন তিনি ২০২৪ সালের নভেম্বরে ডেমোক্র্যাটিক দলের মনোনীত প্রার্থীর সাথে চূড়ান্ত লড়াইয়ে নামবেন। আর সেই ডেমোক্র্যাটিক দলীয় প্রার্থী হতে পারেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
তিস্তা অভিমুখে বিএনপির ২ দিনের কর্মসূচি

তিস্তা অভিমুখে বিএনপির ২ দিনের কর্মসূচি

মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫
সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ ডেনমার্ক

সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ ডেনমার্ক

মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫
সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যার বিচার দাবিতে প্রতিবাদ সমাবেশ করছেন সাংবাদিকরা। ঢাকা রিপোর্টার্স ইউনিটির সামনে মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় এ প্রতিবাদ সমাবেশ শুরু হয়।

সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে সমাবেশ

মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫
ডেভিল হান্ট: অপারেশনের তৃতীয় দিনে দেশে আটক ১১৭

ডেভিল হান্ট: অপারেশনের তৃতীয় দিনে দেশে আটক ১১৭

মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫

ইসরায়েলি জিম্মিদের মুক্তি স্থগিত করলো হামাস

মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫

আবারও বাড়লো এলপিজির দাম

রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫
পাসপোর্টে থাকছে না পুলিশ ভেরিফিকেশন

পাসপোর্টে থাকছে না পুলিশ ভেরিফিকেশন

মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫
বাড়ল জ্বালানি তেলের দাম, আজ থেকে কার্যকর

বাড়ল জ্বালানি তেলের দাম, আজ থেকে কার্যকর

শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫
জামায়াত বাদ, ভোটের মাঠে সঙ্গে কাকে চায় বিএনপি?

জামায়াত বাদ, ভোটের মাঠে সঙ্গে কাকে চায় বিএনপি?

বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫
রমজানের সেহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ

রমজানের সেহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ

শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫
সারজিস আলম আহত

সারজিস আলম আহত

বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
© সর্বসত্ব সংরক্ষিত ২০২৫ বিজয় টিভি || All Rights Reserved.