যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের বিচারক হিসেবে অ্যামি কনি ব্যারেটকে নিয়োগ দিয়েছে মার্কিন সিনেট। সোমাবার (২৬ অক্টোবর) নিয়োগ দেয়ার পরে রাতেই হোয়াইট হাউজে শপথগ্রহণ করেন ৪৮ বছরেরর ব্যারেট।
সিনেটের ভোটাভুটিতে ৫২-৪৮ ভোটে বিচারক হিসেবে তাকে চূড়ান্ত নিয়োগ দেয়া হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্যারেটকে এ পদে মনোনয়ন দিয়েছিলেন এবং শপথগ্রহণের সময়ও ট্রাম্পকে নবনিযুক্ত বিচারকের পাশে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।
ক্ষমতা গ্রহণের পর থেকে এ নিয়ে সুপ্রিম কোর্টে ট্রাম্পের পছন্দের তিনজন বিচারপতি নিয়োগ দেয়া হলো। এ নিয়োগকে ট্রাম্পের জন্য ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে। সুপ্রিম কোর্টের বিচারপতি রুথ বেডার গিন্সবার্গের মৃত্যুতে এ পদটি শূন্য হয়।
নিউজ ডেস্ক/বিজয় টিভি