স্কোরবোর্ডে ৩৬ রান তুলতেই টপ অর্ডারের দুই ব্যাটারকে হারিয়েছিল দক্ষিণ আফ্রিকা। দারুণ বোলিংয়ে প্রথম পাওয়ার প্লেতে প্রোটিয়াদের সঙ্গে জম-জমাট লড়াইয়ের আভাস দিয়েছিল বাংলাদেশ। তবে সময় যত গড়িয়েছে, ততই ম্যাচ থেকে ছিটকে গেছে সাকিবের দল। মুস্তাফিজ-হাসানদের রীতিমতো কচুকাটা করেছেন প্রোটিয়া ব্যাটাররা। বিশেষ করে ডি কক এদিন ব্যাট হাতে ঝড় তুলেন! এই উইকেটকিপার ব্যাটারের দেড়শোর্ধ্ব ইনিংসে ভর করে রানের পাহাড় গড়েছে প্রোটিয়ারা।
মঙ্গলবার (২৪ অক্টোবর) ওয়াংখেড়েতে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩৮২ রান তুলে দক্ষিণ আফ্রিকা। দলের হয়ে সর্বোচ্চ ১৭৪ রান করেছেন ডি কক। বাংলাদেশের হয়ে ২ উইকেট শিকার করে ইনিংসের সেরা বোলার হাসান মাহমুদ।