২০২৪-২৫ মৌসুমটা একেবারেই ভালো যায়নি স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের। লা লিগা, কোপা দেল রে কিংবা উয়েফা চ্যাম্পিয়নস লিগ; কোনো টুর্নামেন্টেই শিরোপা ছুঁতে পারেনি তারা। যার ফলশ্রুতিতে ক্লাব ছাড়তে হয় অভিজ্ঞ কোচ কার্লো আনচেলত্তিকে। এবার ট্রফিশূন্য মৌসুম কাটানোর পর নতুন কোচের অধীনে মিশনে নামছে রিয়াল মাদ্রিদ। ফিফা ক্লাব বিশ্বকাপকে সামনে রেখে শক্তিশালী দল ঘোষণা করেছে লস ব্লাঙ্কোসরা।
ট্রফিশূন্য এক মৌসুম কাটিয়ে নতুন কোচের অধীনে নতুন যাত্রায় নামতে যাচ্ছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। আসন্ন ফিফা ক্লাব বিশ্বকাপকে সামনে রেখে শক্তিশালী দল ঘোষণা করেছে ক্লাবটি। ব্যর্থতার মধ্য দিয়ে মৌসুম শেষ করা কোচ কার্লো আনচেলত্তির স্থলাভিষিক্ত হয়ে দায়িত্ব নিয়েছেন ক্লাবটির সাবেক মিডফিল্ডার জাবি আলোনসো।
রিয়ালে কোচ হিসেবে জাবি আলোনসোর যাত্রাটা শুরু হচ্ছে ক্লাব বিশ্বকাপ দিয়ে। আর এ বিশ্বকাপকে সামনে রেখে ৩৪ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন তিনি। ঘোষিত এ দলে জায়গা পেয়েছে একাধিক চমকপ্রদ নাম। মূল দলের পাশাপাশি রিয়ালের ‘বি’ দল থেকেও অন্তর্ভুক্ত করা হয়েছে বেশ কয়েকজন উদীয়মান খেলোয়াড়কে। ইনজুরি থেকে সেরে ওঠা দানি কারভাহাল, এডার মিলিটাও, ডেভিড আলাবা ও অ্যান্তোনিও রুডিগার ফিরেছেন দলে।
এছাড়া, সাম্প্রতিক ট্রান্সফার উইন্ডো থেকে দলে ভেড়ানো ইংলিশ ডিফেন্ডার ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড এবং মরক্কোর মিডফিল্ডার ব্রাহিম দিয়াজ রয়েছেন স্কোয়াডে। আগামী ১৪ জুন থেকে ১৩ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে ফিফার এ মর্যাদাপূর্ণ প্রতিযোগিতা। রিয়াল মাদ্রিদ তাদের প্রথম ম্যাচ খেলবে ১৮ জুন, সৌদি ক্লাব আল-হিলালের বিপক্ষে। ‘এইচ’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ জাপানের পাচুয়া ও অস্ট্রিয়ার আরবি সালজবুর্গ।