অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে চূড়ান্ত হলো কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং ইউরো চ্যাম্পিয়ন স্পেনের মধ্যকার বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’ ম্যাচের তারিখ ও ভেন্যু। বিষয়টি নিশ্চিত করে স্প্যানিশ দৈনিক মার্কার এক প্রতিবেদনে জানানো হয়েছে, ২০২৬ সালের ২৮ মার্চ কাতারের দোহার লুসাইল স্টেডিয়ামে দুই মহাদেশীয় চ্যাম্পিয়নের এ মহারণ অনুষ্ঠিত হবে।
এর আগে, গত কয়েক মাস ধরে দক্ষিণ আমেরিকা ও ইউরোপের সেরা দলের এ লড়াইয়ের সম্ভাব্য ভেন্যু হিসেবে লন্ডনের ওয়েম্বলি, উরুগুয়ের মন্টেভিডিও এবং সৌদি আরবের রিয়াদের নাম শোনা গেলেও, শেষ পর্যন্ত বিশ্বকাপের ফাইনালের ভেন্যু লুসাইলকেই বেছে নেয়া হয়েছে। যে মাঠে ২০২২ বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে তৃতীয় বিশ্বকাপ শিরোপা জিতেছিল আর্জেন্টিনা।
‘ফিনালিসিমা’ ম্যাচটিতে লিওনেল মেসির মুখোমুখি হবেন স্প্যানিশ ফরোয়ার্ড লামিনে ইয়ামাল। তাই দুই তারকাকে একে অপরের প্রতিপক্ষ হিসেবে দেখতেও আগ্রহের কমতি নেই ফুটবলভক্তদের মাঝে।
এদিকে, একই বছরের জুনে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় বসবে ফিফা বিশ্বকাপের আসর। তার আগে দুই পরাশক্তি আর্জেন্টিনা ও স্পেনের হাইভোল্টেজ এ ম্যাচকে ঘিরে ফুটবল দুনিয়ায় এরই মধ্যে তুমুল উন্মাদনা শুরু হয়েছে।
লিওনেল মেসির নেতৃত্বে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ইতোমধ্যে পরবর্তী বিশ্বকাপের জন্য যোগ্যতা নিশ্চিত করেছে। অন্যদিকে, ইউরো চ্যাম্পিয়ন স্পেনও বিশ্বকাপের পথে অনেকটা এগিয়েছে। দুই দলের ফুটবল সংস্থা এখন ফিনালিসিমার আয়োজন চূড়ান্ত করতে কাজ করছে।
এদিকে, ২০২২ সালে এ টুর্নামেন্টের সবশেষ আসরে ইতালিকে ৩-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল আর্জেন্টিনা। ফলে, এবারও শিরোপা ধরে রাখার লক্ষ্যেই মাঠে নামবে আলবিসেলেস্তারা।