চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে আরও ১ হাজার ১১৪ জন। যাদের মধ্যে ৭১২ জন নগরের আর ৪০২ জন উপজেলার বাসিন্দা। এনিয়ে চট্টগ্রামে আক্রান্ত রোগীর সংখ্যা ৮৮ হাজার ৬৬০ জনে এসে দাঁড়িয়েছে।
আর একই সময়ে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ১৭ জন। এ নিয়ে মৃত্যুর সংখ্যা ১ হাজার ৩৬ জনে এসে দাঁড়িয়েছে।
শুক্রবার জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, চট্টগ্রামের ১১টি ও কক্সবাজারের একটি ল্যাবে ৩ হাজার ৭৭৭ জনের নমুনা পরীক্ষায় ১ হাজার ১১৪ জনের দেহে করোনাভাইরাসের জীবাণু পাওয়া গেছে।
তিনি বলেন, চট্টগ্রামে এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ৮৮ হাজার ৬৬০ জন। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়াদের ৮ জন নগরের বাসিন্দা, বাকি ৯ জন বিভিন্ন উপজেলার। করোনা আক্রান্ত হয়ে চট্টগ্রামে এ পর্যন্ত মোট ১ হাজার ৩৬ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে মহানগরের ৬০৮ জন, আর বাকি ৪২৮ জন বিভিন্ন উপজেলার।