চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত ২ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন ১৫৯ জনের শরীরে ভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। আক্রান্তের হার ৯ দশমিক ৯৭ শতাংশ। একই সময়ে সুস্থতা লাভ করেন ৫০৭ জন।
শনিবার জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
প্রতিবেদনে দেখা যায়, গতকাল শুক্রবার কক্সবাজার মেডিকেল কলেজসহ দশটি ল্যাবে চট্টগ্রামের ১ হাজার ৫৯৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। নতুন শনাক্তদের মধ্যে শহরের ৮৬ এবং ১২ উপজেলার ৭৩ জন। জেলায় মোট সংক্রমিত ব্যক্তির সংখ্যা এখন ৯৯ হাজার ৯২৫ জন। এর মধ্যে শহরের ৭২ হাজার ৫৯০ ও গ্রামের ২৭ হাজার ৩৩৫ জন।
গতকাল চট্টগ্রামে করোনায় শহরের ২ জন মারা যান। জেলায় মোট মৃতের সংখ্যা এখন ১ হাজার ২৪১ জন। এতে শহরের ৬৯৫ ও গ্রামের ৫৪৬ জন। এদিন আরোগ্যলাভ করেন ৫০৭ জন। মোট আরোগ্যলাভকারীর সংখ্যা বেড়ে ৭৩ হাজার ৬৩৪ জনে উন্নীত হলো। বর্তমানে হোম আইসোলেশনে রয়েছেন ১ হাজার ৬২১ জন।