গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে একটি বেসরকারি টেলিভিশনের ময়মনসিংহ প্রতিনিধি আবু সালেহ মো.মূসার মা হোসনে আরাসহ ৬ জনের মৃত্যু হয়েছে। এতে করোনা আক্রান্তে ২ জন ও উপসর্গে ৪ জন মারা যায়। এদের মধ্যে ময়মনসিংহ জেলার ৫ জন এবং শেরপুর জেলার ১ জন রয়েছে।
হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান জানান, করোনা ওয়ার্ডে নতুন ভর্তি হয়েছেন ১৬ জন, চিকিৎসাধীন আছেন ১৪০ জন। আইসিইউতে আছেন ৭ জন। সুস্থ ১২ জন।
এদিকে ময়মনসিংহ জেলায় ২২২ জনের নমুনা পরীক্ষায় ২০ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৯.০৯ শতাংশ।