রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ২৫ কেজি গাঁজা ও পাঁচ বোতল বিদেশি মদসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব। তাদের মধ্যে এক শিশু রয়েছে। গ্রেফতার নারীর নাম নুরজাহান আক্তার পপি (২৬)। এসময় তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোন ও নগদ এক হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।
সোমবার (২৪ এপ্রিল) দুপুরে এ তথ্য জানান র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার (এএসপি) এনায়েত কবির সোয়েব।
তিনি বলেন, রোববার র্যাব-১০ এর একটি দল রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন সায়েদাবাদ এলাকায় অভিযান পরিচালনা করে আনুমানিক আট লাখ টাকা মূল্যের ২৫ কেজি গাঁজা ও পাঁচ বোতল বিদেশি মদ জব্দ করে। এসময় এক শিশুসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
র্যাবের এ কর্মকর্তা জানান, গ্রেফতাররা পেশাদার মাদক কারবারি। তারা বেশ কিছুদিন ধরে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা ও বিদেশি মদসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে যাত্রাবাড়ী ছাড়াও রাজধানীর বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে।