প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পদ্মা সেতু নির্মাণ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানোর অভিযোগে মাসুদুর রহমান টিটু ও বেনজুর আহমেদ নামে দুইজনকে গ্রেফতার করেছে বগুড়া সাইবার পুলিশ।
সোমবার ভোরে শহরের ঝোপগাড়ি ও জামিল নগর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। জেলা পুলিশ সুপারের সার্বিক দিক নির্দেশনায় সাইবার পুলিশের ইন্সপেক্টর এমরাম মাহমুদ তুহিন এর নেতৃত্বে একটি দল সোমবার ভোর রাতে শহরের ঝোপগাড়ি এলাকা থেকে মাসুদুর রহমান টিটুকে এবং শহরের জামিল নগর এলাকা থেকে বেনজুর আহম্মেদকে গ্রেফতার করে। এ ঘটনায় ২০১৮ সালের ডিজিটাল নিরপত্তা আইনে বগুড়া সদর থানায় মামলা রুজু করা হয়েছে।
নিউজ ডেস্ক / বিজয় টিভি