নিউজ ডেস্ক/বিজয় টিভি
মেহেরপুরের দরবেশপুর গ্রামের শৈলমারী বিলে রোকন ও হাসান নামে দুই মাছচাষীকে কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা।
গতকাল রাতে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। পূব শত্রুতার জেরে তাদের হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করছে পুলিশ। মেহেরপুর পুলিশ সুপার এস.এম মুরাদ আলী জানান, প্রতিরাতের মতো গতরাতেও বিলের খোঁজ খবর নিতে যান তারা। এ সময় কয়েকজন অস্ত্রধারী তাদের উপর হামলা চালায়। এতে ঘটনাস্থলেই নিহত হন তারা। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি