নারায়ণগঞ্জের সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে গলা কেটে একই পরিবারের তিনজনকে হত্যা করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা । নাসিক ১ নং ওয়ার্ডের সিআই খোলা এলাকার আনোয়ার মিয়ার ৬তলা বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত আরও একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
নিহতরা হলেন সিদ্ধিরগঞ্জের জোনাকি ফিলিং স্টেশনের কর্মচারী এবং ওই বাড়ির ভাড়াটিয়া সুমন মিয়ার স্ত্রী নাসরিন (২৮), তার ৬ বছরের মেয়ে নুসরাত এবং ২ বছরের মেয়ে খাদিজা।
নিহত নাসরিনের স্বামী সুমন রাতে ডিউটি শেষে সকাল ১০ টায় বাসায় এসে নিজ স্ত্র এবং সন্তানদের লাশ দেখে চিৎকার করে প্রতিবেশীদেরকে জানান,পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে লাশগুলো উদ্ধার করে।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কামরুল ফারুক এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এসময় তিনি বলেন কি কারণে কে বা কারা এ লোমহর্ষক হত্যাকান্ড ঘটিয়েছে তা পুলিশ ও নিহতের পরিবারের কেউ কিছুই বলতে পারছে না। তদন্ত চলমান রয়েছে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি