ইলিশ আহরণ নিষেধাজ্ঞার প্রথম দিনেই ঝালকাঠির বিভিন্ন নদীতে অভিযান চালিয়ে এক হাজার মিটার জাল জব্দ করছে জেলা প্রশাসন।
মঙ্গলবার দিবাগত রাতে ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদীতে জেলা প্রশাসক মো. জোহর আলীর নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এসময় অভিযানের খবর জানতে পেয়ে নৌকা ও জাল ফেলে মাছ নিয়ে পালিয়ে যায় জেলেরা। মা ইলিশ রক্ষায় ৯ অক্টোবর থেকে আগামী ৩০ অক্টোবর পর্যন্ত ইলিশ মাছ আহরণ, সংরক্ষণ, পরিবহন ও ক্রয়-বিক্রয় নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। আর এরই ধারাবাহিকতায় নদী ও সাগর সংলগ্ন এলাকাগুলোতে অভিযান চালানো হচ্ছে।
নিউজ ডেস্ক / বিজয় টিভি