চলনবিলের তাড়াশে শিউলী খাতুন নামে এক গৃহবধুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দুপুরে তাড়াশ উপজেলার ভাটরা গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তাড়াশ থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, গৃহবধূ শিউলী খাতুন ওই গ্রামের ওয়াজেদ আলীর স্ত্রী। রবিবার রাতে পারিবারিক কলহের জের ধরে ভাসুরের সাথে তার ঝগড়া হয়। এক পর্যায়ে সে কীটনাশক পান করলে গুরুতর অসুস্থ্য হয়ে পড়ে। পরে তাকে উদ্ধার করে তাড়াশ স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয় । ময়নাতদন্তের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।
নিউজ ডেস্ক/বিজয় টিভি