দুর্নীতিবাজদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনার সৎ সাহস আছে, তাই শুদ্ধি অভিযান আপন ঘর থেকে শুরু করেছেন। যারা অন্যায় করেন তাদের বিরুদ্ধে শেখ হাসিনা কত কঠোর তা তিনি এরই মধ্যে বুঝিয়ে দিয়েছেন।
আজ (শনিবার) বিকেলে ফেনী জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে এসব বলেন তিনি। সেতুমন্ত্রী বলেন, উন্নয়নকে তরান্বিত করতে আওয়ামী লীগকে বারবার ক্ষমতায় আনতে হবে। সম্মেলনে শুদ্ধি অভিযানে সহযোগিতা করার জন্য ফেনীবাসীর প্রতি আহ্বান জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম, চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির, ফেনী-২ আসনের সাংসদ নিজাম উদ্দিন হাজারীসহ অন্যরা।
নিউজ ডেস্ক / বিজয় টিভি