রাউজানের পাহাড়তলীতে চন্দ্রঘোনাগামী একটি বাস খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ২০ জন।
চট্টগ্রাম কাপ্তাই মহাসড়কের রাউজানের পাহাড়তলী চৌমুহনীর পশ্চিম পাশে পিংক সিটির পুবে কালাব্রীজ এলাকায় আজ (মঙ্গলবার) সকাল পৌনে ১১ টার সময়ে যাত্রবাহি বাস উল্টে দুই যাত্রী ঘটনাস্থলে নিহত ও বাসের ২০ জন যাত্রী আহত হওয়ার এ ঘটনা ঘটে।
চট্টগ্রাম শহর থেকে যাত্রী নিয়ে বাসটি রাঙ্গুনিয়া উপজেলার চদ্রঘোনা যাওয়ার পথে রাউজান উপজেলার পাহাড়তলী ইউনিয়নের পাহাড়তলী চৌমুহনীর পশ্চিম পাশে পিংক সিটির পুর্ব পাশে কালাব্রীজ এলাকায় আসলে যাত্রীবহি বাসটির সামনের টায়ার ফেঁটে যায় ।
এসময়ে যাত্রীবাহি বাসটি নিয়ন্ত্রন হারিয়ে উল্টে গিয়ে সড়কের পাশে পড়ে যায়।
বাসটি উল্টে যাওয়ার পর এলকার লোকজন ও স্থানীয় চেয়ারম্যান রোকন উদ্দিন ঘটনাস্থলে এসে হাফেজ বজলুর রহমান সড়কের নির্মান কাজের ঠিকাদারী প্রতিষ্টান সাইফ পাওয়ার টেকের একটি ক্রেন, রাউজান তাপ বিদ্যুৎ কেন্দ্রের একটি ক্রেন দিয়ে উল্টে যাওয়া যাত্রাবাহি বাসটি উদ্বার করে।
ঘটনার সংবাদ পেয়ে রাউজান থানার ওসি কেপায়েত উল্ল্যাহর নেতৃত্বে রাউজান থানা পুলিশ ও রাঙ্গুনিয়া থেকে দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়। বাসটি উদ্বার করার সময়ে বাসের মধ্যে থেকে এক মহিলা ও পুরুষের লাশ উদ্বার করা হয় ।
রাউজান থানার ওসি কেপায়েত উল্ল্যাহ জানান, আহত অবস্থায় যাত্রীদের চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও চট্টগ্রাম নগরীর বিভিন্ন হাসপাতালে প্রেরন করা হয়েছে ।
অনলাইন নিউজ ডেস্ক/বিজয় টিভি