শিক্ষা খাতে ব্যাপক উন্নয়ন করেছে সরকার জানিয়ে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, বর্তমান সরকার উচ্চ শিক্ষার হার বাড়ানোর জন্য নানা পদক্ষেপ হাতে নিয়েছেন।
আজ (রোববার)দুপুরে সাভারের আশুলিয়ার নয়ারহাট এলাকায় ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড রিসার্চ সেন্টারে নবীনবরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
উপমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে বিশ্ব মানচিত্রে বাংলাদেশ স্থান পেতো না। বঙ্গবন্ধুর অবদানেই আজকের এ বাংলাদেশে স্বাধীনভাবে মাথা উঁচু করে বেঁচে আছে মানুষ।
এ সময় শিক্ষায় অবদান রাখায় নিটারের পক্ষ থেকে বেশ কয়েকজন শিক্ষার্থীকে মেধা বৃত্তি প্রদান করেন শিক্ষা উপমন্ত্রী।
নিউজ ডেস্ক/বিজয় টিভি