ময়মনসিংহে একদিনেই চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীসহ ৬৩ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। জেলায় একদিনে এটিই সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড।
মঙ্গলবার (২ জুন) সকালে জেলা সিভিল সার্জন ডা. এ.বি.এম মসিউল আলম এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, সোমবার ময়মনসিংহ মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের পিসিআর ল্যাবে ২৩০ জনের নমুনা পরীক্ষা করা হলে ৬৩ জনের নমুনার ফল পজিটিভ আসে।
নতুন আক্রান্তদের মধ্যে সিটি করপোরেশন এলাকার ৩৬ জন, মমেক হাসপাতালের দুই ডাক্তারসহ ১৩ জন স্বাস্থ্যকর্মী, ঈশ্বরগঞ্জ ও ত্রিশাল উপজেলার পাঁচজন করে এবং ত্রিশালের চারজন রয়েছেন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়াল ৫৬৫ জন।
নিউজ ডেস্ক/বিজয় টিভি