দিনাজপুরের বিরলে পুকুরের পানিতে ডুবে সুলতানা ও মমিতা খাতুন নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।
আজ (রোববার) সকালে উপজেলার ভান্ডারা ইউপি’র সুইহারা গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে ভান্ডারা ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মামুনুর রশীদ মামুন জানান, সকালে আত্মীয়ের বাড়ীর পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে যায় ওই দুই শিশু।
পরে অনেক খোঁজাখুঁজির পর দুপুরে তাদের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি