ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ২টি গ্রামে বৃহস্পতিবার সকালে ঘূর্ণিঝড় বয়ে গেছে। এতে গ্রাম দুটির বেশ কিছু গাছপালা ভেঙে পড়েছে। বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার ক্ষতি হয়েছে। ঘূর্ণিঝড়ে দুটি গ্রামের অন্তত ১১টি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।
স্থানীয়রা জানায়, সকাল সাড়ে ৯টায় বাসুদেব, আহরন্দ দক্ষিণ পাড়া এলাকায় এই ঘূর্ণিঝড় বয়ে যায়।
প্রচণ্ড বাতাসে বেশকিছু ঘরবাড়ি ও গাছপালা উপড়ে পড়ে। এতে ৩টি বাড়ি সম্পূর্ণ ও ৮ বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর পেয়ে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা পঙ্কজ বড়ুয়া গ্রামগুলো পরিদর্শন করেন।
নিউজ ডেস্ক/বিজয় টিভি