বান্দরবানের রাজবিলার বাঘমারা এলাকায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) দু’গ্রুপের মধ্যে ‘বন্দুকযুদ্ধে’ জেএসএস সংস্কারের ছয় জন নিহত হয়েছেন। এসময় গুলিবিদ্ধ হয়েছেন আর অন্তত তিন জন।
মঙ্গলবার (৭ জুলাই) ভোরে এ ‘বন্দুকযুদ্ধ’ হয়। আহতদের বান্দরবান সদর হাসপাতালে আনা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোর রাতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) মূল ও সংস্কার গ্রুপের মধ্যে বন্দুকযুদ্ধ হয়। এ ঘটনায় ঘটনাস্থলেই জেএসএস সংস্কার গ্রুপের ছয় জন নিহত হয়েছে। এসময় গুলিবিদ্ধ হয়েছে আরও তিন জন।
নিহতরা হলেন- রতন তংচঙ্গ্যা, প্রজিত চাকমা, ডেবিড, মিলন চাকমা, জয় ত্রিপুরা ও দিপেন ত্রিপুরা। আহতরা হলেন- বিদ্যুৎ ত্রিপুরা, নিরু চাকমা অপরজনের নাম জানা যায়নি।
বান্দরবানের পুলিশ সুপার জানান, দুই পক্ষের বন্দুকযুদ্ধে ছয় জন ঘটনাস্থলেই নিহত হয়েছে এবং গুলিবিদ্ধ হয়েছে আরও তিন জন।
নিউজ ডেস্ক/বিজয় টিভি