বগুড়ায় দুইদল দুষ্কৃতকারীর গোলাগুলিতে অস্ত্র ব্যবসায়ী আল-আমিন শেখ নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে পুলিশ একটি ওয়ান শুটার গান, দু রাউন্ড তাজা গুলি এবং তিন রাউন্ড গুলির খোসা উদ্ধার করেছে।
গতকাল রাত ২টায় বগুড়া শহরের নুরানি মোড় সংলগ্ন নিশিন্দারা চকোরপাড়া জাহিদ মেটালের ইউক্যালিপটাস বাগানে এ গোলাগুলির ঘটনা ঘটে।
গোলাগুলির সংবাদ পেয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তীসহ সদর থানা পুলিশের কয়েকটি দল। সেখানে পৌঁছালে দুষ্কৃতিকারীরা পালিয়ে যায়। ঘটনাস্থলে গুলিবিদ্ধ অবস্থায় নিতহ আল আমিন কে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন৷
নিউজ ডেস্ক/বিজয় টিভি