করোনাভাইরাস প্রতিরোধে মানুষকে সচেতন থাকার আহ্বান জানিয়ে বঙ্গতাজ কন্যা ও গাজীপুর-৪ আসনের সাংসদ সিমিন হুসেন রিমি সবাইকে নিয়মিত হাত ধোয়ার পরামর্শ দিয়েছেন।
আজ (বুধবার) সকালে গাজীপুরের কাপাসিয়ায় উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগ ও উপজেলা প্রসাশনের উদ্যোগে সর্বসাধারনের মাঝে তরল সাবান ও মাস্ক বিতরণকাল ভিডিও কনফারেন্সে সংযুক্ত হয়ে এ পরামর্শ দেন তিনি।
এ সময় করোনা ভাইরাস থেকে বাঁচতে সবাইকে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা, বারবার হাত ধোয়া এবং ঘরের বাইরে গেলে মাস্ক পরার আহ্বান জানান তিনি। এ সময় প্রায় ১০০ জন মানুষের মাঝে সাবান ও মাস্ক বিতরণ করা হয়।
নিউজ ডেস্ক/বিজয় টিভি