টেকনাফ উপজেলার ছুরিখাল এলাকায় শুক্রবার রাতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের সাথে ‘বন্দুকযুদ্ধে’ দুই ‘সন্দেহভাজন ইয়াবা ব্যবসায়ী’ নিহত হয়েছেন।
তারা হলেন- হাবিব উল্লাহর ছেলে মো. ফেরদৌস (৩০) এবং সৈয়দ আহমেদের ছেলে মো. আব্দুস সামাদ (৩৫)। তারা উভয়ই উখিয়ার ১ নম্বর বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইয়াবার একটি বড় চালান দেশে পাচার করা হবে এমন সংবাদের ভিত্তিতে লেদা বিওপির অধীনে বিজিবির একটি দল নাফ নদীর কাছে অবস্থান নেয়।
পরে মাদক ব্যবসায়ীদের একটি দল নদীতে সাঁতার কেটে বাংলাদেশে প্রবেশ করার চেষ্টা করলে বিজিবির দলটি তাদের চ্যালেঞ্জ জানায়। এরপর মাদক ব্যবসায়ীদের কাছাকাছি পৌঁছালে তারা বিজির সদস্যদের ওপর গুলি চালায়। বিজিবির সদস্যরাও পাল্টা গুলি চালালে ‘বন্দুকযুদ্ধ’ শুরু হয়। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় ইয়াবা ব্যবসায়ীদের উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় বিজিবির তিন সদস্যও আহত হয়েছেন।
ঘটনাস্থল থেকে ২ লাখ ১০ হাজার ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। সূত্র: ইউএনবি