বগুড়ার সোনাতলায় বিল থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার দুপুরে সোনাতলা থানার মধুপুর ইউনিয়নের আউদার বিল থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। যুবকের পরনে লুঙ্গি ও গেঞ্জি ছিল।
পুলিশ সূত্র জানায়, বগুড়ার সোনাতলা ও গাইবান্ধার সাঘাটা উপজেলার সীমান্তবর্তী ফুলবাড়িয়া গ্রামের আউদার বিলে পাট পরিষ্কার করতে গিয়ে কচুরিপানার মধ্যে বস্তাবন্দী গলিত মরদেহ দেখতে পায় স্থানীয় দুই কৃষক। পুলিশকে খবর দেয়া হলে তারা মরদেহ উদ্ধার করে সোনাতলা থানায় নিয়ে আসে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ বগুড়া মর্গে পাঠানো হয়।
সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসউদ চৌধুরী জানান, ধারণা করা হচ্ছে মাস দুয়েক আগে ওই বিলের পানিতে লাশটি ফেলে রেখে যাওয়া হয়েছে। মরদেহ পচে ও গলে বিকৃত হয়ে গেছে। তার পরনে গেঞ্জি ও লুঙ্গি থাকায় পুরুষের মরদেহ বলে ধারণা করা হচ্ছে। তবে, মরদেহের কোনো পরিচয় পাওয়া যায়নি। সূত্র: ইউএনবি