চুয়াডাঙ্গায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে আব্দুল হান্নান নামে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। তিনি জেলার মুন্সিগঞ্জ পুলিশ ফাঁড়ির সদস্য ছিলেন।
আজ (রোববার) সকালে, চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শামীম কবীর জানান, আলমডাঙ্গার মুন্সিগঞ্জ পুলিশ ফাঁড়ির সদস্য আব্দুল হান্নান দীর্ঘদিন থেকে জ্বর, ঠাণ্ডা ও শ্বাসকষ্ট নিয়ে ভুগছিলেন।
সকালে শ্বাসকষ্ট বাড়লে তাকে সদর হাসপাতালে নিয়ে আসে ওই পুলিশ ফাঁড়ির সদস্যরা। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ইতোমধ্যে তার শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি