চট্টগ্রামের সাতকানিয়ায় ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেনকে হত্যার দায়ে ১০ জনের মৃত্যুদণ্ড এবং পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
আজ (১৩ ডিসেম্বর) দুপুরে, চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক একেএম মোজাম্মেল হক এ রায় ঘোষণা করেন। হত্যাকাণ্ডে সংশ্লিষ্টতা প্রমাণিত না হওয়ায় চারজনকে খালাস দিয়েছেন বিচারক।
বাদীপক্ষের আইনজীবী এসইউএম নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। ১৯৯৯ সালের ৩ অক্টোবর, সাতকানিয়া মির্জারখিল দরবার শরিফের সামনে সোনাকানিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমজাদ হোসেনকে গুলি করে হত্যা করা হয়। পরে, তার স্ত্রী সৈয়দা রওশন আক্তার হত্যা মামলা দায়ের করেন।
নিউজ ডেস্ক/বিজয় টিভি