সাতক্ষীরা শহরের ৫টি স্থানে সিরিজ বোমা হামলার ঘটনায় হওয়া ছয়টি মামলায় ১৮ জনকে কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ড পাওয়া ১৮ আসামির মধ্যে আট জনকে ১৩ বছর করে ও ১০ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে। এসময় একজনকে খালাস দেয়া হয়।
আজ বুধবার দুপুর ১২টা ৪০ মিনিটে সাতক্ষীরার অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক শরিফুল ইসলাম এ রায় ঘোষণা করেন।
সাতক্ষীরা আদালতের পিপি অ্যাডভোকেট আব্দুল লতিফ বিষয়টি নিশ্চিত করেন।
উল্লেখ্য, ২০০৫ সালে সাতক্ষীরার পাঁচটি স্থানে সিরিজ বোমার প্রতিটি মামলায় ১৯ আসামির বিরুদ্ধে চার্জশিট দেয়া হয়। এরমধ্যে গ্রেফতারকৃতরা কারাগারে, অন্যান্যরা জামিনে এবং পলাতক রয়েছেন।