মুক্তিযুদ্ধ ও যুদ্ধোত্তর বাংলাদেশে এক নারীর সংগ্রামী জীবনের নাট্য প্রকাশ লাল জমিন। বৃহস্পতিবার সন্ধ্যায় মান্নান হিরা রচিত এ লালজমিন নাটকটির ১৯৬তম মঞ্চস্থ হলো নরসিংদীর রায়পুরায় রাজিউদ্দিন আহম্মেদ রাজু অডিটরিয়ামে।
নাটকটির মঞ্চায়ন কালে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী রাজিউদ্দিন আহম্মেদ রাজু এমপি। সাংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় নরসিংদী জেলা প্রশাসনের উদ্যোগে এবং উপজেলা প্রশাসনের আয়োজনে নাটকটিতে প্রায় ৭২ মিনিট একক অভিনয় করেন প্রখ্যাত অভিনেত্রী মোমেনা চৌধূরী।
এ সময় উপস্থিত ছিলেন উপসচিব ও নরসিংদী জেলা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক এডিএম ড. মাহবুবুল করিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম, সহকারী কমিশনার মোঃ সাদিকুর রহমান সবুজ, রায়পুরা সরকারী কলেজের অধ্যক্ষ মোঃ আমজাদ হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার যুদ্ধাহত মোঃ নজরুল ইসলাম, মির্জানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির, অলিপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আল আমিন ভুইয়া মাসুদ, চান্দের কান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ খোরশেদ আলম মিঠুসহ অনেকে।
নিউজ ডেস্ক / বিজয় টিভি