চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬০ জনের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়ে। সংক্রমণ হার ১৩ দশমিক ০৭ শতাংশ। এ সময়ে দু’জনের মৃত্যু হয়েছে। করোনায় আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ৪৬৬ জন।
সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদন অনুযায়ী, নগরীর আটটি ও কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে গতকাল রোববার চট্টগ্রামের ৪৫৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে নতুন শনাক্ত ৬০ জনের মধ্যে শহরের বাসিন্দা ৩৫ জন এবং সাত উপজেলার ২৫ জন।
করোনায় গতকাল নগরীর বাসিন্দা ২ পুরুষ রোগীর মৃত্যু হয়। ফলে মৃতের সংখ্যা এখন ৬২৯ । এর মধ্যে শহরের বাসিন্দা ৪৫০ জন ও গ্রামের ১৭৯ জন। সুস্থতার ছাড়পত্র পেয়েছেন আরো ৪৬৬ জন। ফলে মোট আরোগ্য লাভকারীর সংখ্যা বেড়ে ৪৩ হাজার ১১৮ জনে উন্নীত হলো।
এর মধ্যে হাসপাতালে ভর্তি ছিলেন ৫ হাজার ৯৩৮ জন এবং হোম আইসোলেশনে থেকে চিকিৎসায় সুস্থ হয়ে ওঠেন ৩৭ হাজার ১৮৩ জন। হোম কোয়ারেন্টাইনে নতুন করে যুক্ত হন ৩০ জন, ছাড়পত্র নেন ৫৭ জন। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে আছেন ১ হাজার ৭২ জন।