দীপিকা পাড়ুকোন কে আগামিকাল (শুক্রবার) এবং সারাকে শনিবার তলব করেছে এনসিবি।
সমন পাঠিয়েছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) । তাই পরিচালক শকুন বাত্রার ছবির শুটিং ছেড়ে গোয়া থেকে তড়িঘড়ি মুম্বই ফিরছেন দীপিকা পাড়ুকোন। অন্যদিকে সারা আলি খানও ফিরে আসছেন মুম্বইয়ে। পরিবারের সঙ্গে তিনি গোয়ায় ছুটি কাটাতে গিয়েছিলেন। মাদক কাণ্ডে সারাকেও তলব করেছে এনসিবি।
এনসিবি সূত্রে জানা যাচ্ছে, আগামিকাল, শুক্রবারই এনসিবি দফতরে হাজিরা দেবেন দীপিকা। দীপিকা ছাড়াও রাকুল প্রীত সিংহও শুক্রবার এনসিবি দফতরে হাজির হবেন। শ্রদ্ধা এবং সারাকে ডাকা হয়েছে শনিবার। সব মিলিয়ে থমথমে বলিউড। তারকাদের ইনস্টা থেকে ফেসবুক, স্ন্যাপচ্যাট থেকে টিন্ডার কার্যত চুপ।