জনপ্রিয় পাকিস্তানি অভিনেত্রী আলিজাহ শাহ অভিনয় ছেড়ে দেয়ার ঘোষণা দিয়েছেন। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি জানিয়েছেন, দীর্ঘদিন ধরে শোবিজে হেনস্তা, হয়রানি, বকেয়া পারিশ্রমিক ও অমানবিক আচরণের শিকার হয়েছেন তিনি। এই অভিজ্ঞতা তার জীবনে এত গভীর ক্ষত তৈরি করেছে যে তিনি আর কখনো অভিনয়ে ফিরবেন না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন।
ডেইলি টাইমস থেকে জানা যায় আলিজাহ লিখেছেন, অনেকে ভাবছেন আমি প্রচারের জন্য বা কাজ পাওয়ার আশায় এসব বলছি। আসলে তা নয়। শোবিজের অভিজ্ঞতা আমাকে পোস্ট-ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার (পিটিএসডি)-তে ঠেলে দিয়েছে। আমাকে এমনভাবে অপমান করা হয়েছে যে নিজেকেই ঘৃণা করতে শুরু করি।
এভাবে মুখ খোলা ছিল অন্ধকার থেকে মুক্ত হওয়ার একমাত্র উপায়। তিনি আরও বলেন, আমি কোনো প্রজেক্ট, প্রস্তাব বা ভুয়া সহানুভূতি চাই না। প্রতিদিন প্রার্থনা করি যেন এই ইন্ডাস্ট্রিতে আসার সিদ্ধান্ত না নিতাম। দিনে ১২ ঘণ্টা সেটে আমাকে মূল্যহীন জিনিসের মতো ব্যবহার করা হয়েছে। তাই আর ফিরে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না।
নিজের মানসিক যন্ত্রণার কথাও শেয়ার করেছেন আলিজাহ। তার ভাষায়, এমন রাত গেছে যখন দম বন্ধ হওয়া পর্যন্ত কেঁদেছি। আবার এমন দিনও কেটেছে যখন অতীতের স্মৃতিগুলো আমাকে এতটাই কষ্ট দিয়েছে যে বমি করতে করতে অসুস্থ হয়ে পড়েছি। এই যন্ত্রণা বাস্তব, যা আমার শরীর ও মনে এখনো রয়ে গেছে। তাই আমি শুধু একা থাকতে চাই।