1. junayed@bijoy.tv : বিজয় নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  2. dcm01@bijoy.tv : বিজয় টিভি নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  3. rafi@bijoy.tv : বিজয় নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  4. rubel@bijoy.tv : support_admin :
বিশ্বের সঙ্গে তাল মিলিয়েই শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে: প্রধানমন্ত্রী - বিজয় টিভি
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৭:২৭ পূর্বাহ্ন

বিশ্বের সঙ্গে তাল মিলিয়েই শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে: প্রধানমন্ত্রী

বিজয় টিভি নিউজ
  • প্রকাশিত: সোমবার, ২৪ জুন, ২০২৪
  • ১৫৬ বার পড়া হয়েছে
বিশ্বের সঙ্গে তাল মিলিয়েই শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিনামূল্যে বই বিতরণের বিষয়টি অনেকে অসম্ভব মনে করলেও আওয়ামী লীগ ক্ষমতায় এসে সেটা করে দেখিয়েছে। আর পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে যেন তাল মিলিয়ে চলতে পারে শিক্ষার্থীরা, সেভাবেই শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে।

সোমবার (২৪ জুন) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে তিনটি কার্যক্রমের উদ্বোধন করে এসব কথা বলেন তিনি।

শিক্ষা ব্যবস্থার উন্নতির কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন,

দীর্ঘ ২১ বছর পর যখন আবার ক্ষমতায় আসা হয়, তখন থেকেই ইচ্ছা ছিল দেশের শিক্ষাব্যবস্থাকে উন্নত করবো। কারণ আমি দেখেছি, বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠানে অস্ত্রের ঝনঝনানি ও বোমাবাজি করা। শিক্ষা প্রতিষ্ঠানে সেশন জট ছিল আর শিক্ষা পদ্ধতি ছিল সেই মান্ধাত্বা আমলের। সেসব বন্ধ করা হয়েছে। শিক্ষা ব্যবস্থাকে আধুনিক করতে অনেকগুলো পদক্ষেপ নেয়া হয়েছে। শিক্ষা কারিকুলামকে উন্নত করা হয়েছে। শিক্ষা কমিশন গঠন করে শিক্ষা নীতিমালাও প্রণয়ন করা হয়েছে।

তিনি আরও বলেন,

আমাদের ছেলেমেয়েদের মধ্যে যে মেধা রয়েছে, তা আজ তাদের বক্তব্য শুনে আমি মুগ্ধ হয়ে গেছি। সত্য কথা বলতে কী এতো জ্ঞান তো আমাদেরও ছিল না। এতো সুন্দর করে আমিও বক্তব্য দিতে পারি না। তাদের কথা শুনে আমি স্বস্তি অনুভব করছি যে, আগামী দিনের বাংলাদেশ, এই বাংলাদেশ এগিয়ে চলার বাংলাদেশ, বদলে যাওয়া বাংলাদেশ; এ বাংলাদেশকে নিয়ে আমার আর দুশ্চিন্তার কিছু নেই। এখন এই ছোট্ট সোনামনিরাই নিয়ে যাবে এই বাংলাদেশকে এগিয়ে। স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবে এবং ভবিষ্যতেও পরিচালনা করবে তারা।

আগামী দিনে শিল্পখাতের যে পরিবর্তনটা এসে যাচ্ছে চতুর্থ শিল্পবিপ্লব, তার জন্য উপযুক্ত দক্ষ কারিগর হিসেবে স্মার্ট সিটিজেন হিসেবে গড়ে উঠবে আমাদের এ আজকের ছেলেমেয়েরা এটাই আমি বিশ্বাস করি বলেন প্রধানমন্ত্রী।

পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে যেন তাল মিলিয়ে চলতে পারে আমাদের ছোট্টসোনামনিরা সেভাবেই আমাদের শিক্ষা ব্যবস্থা গড়তে তুলছি। শিক্ষাকে আনন্দনির্ভর করতে চাই। এমনভাবে করতে চাই, যাতে ‘পড় পড়’ বলতে না হয় বরং শিক্ষার্থীরা আগ্রহ নিয়ে পড়ে এ কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, অনেকে পরিবর্তন মানতে চায় না। পরচর্চা অনেকেই করে। কে কী বললো, ওটা না শুনতে শিক্ষামন্ত্রীকে বলেছি, আত্মবিশ্বাস নিয়ে চলতে। শিক্ষার্থীদেরও বলবো, তোমরা আত্মবিশ্বাস নিয়ে চলবে। তাহলেই তোমরা দেশকে এগিয়ে নিতে পারবে। আমরা চাই, দেশকে এগিয়ে নিতে।

আরও পড়ুন: ৩০ ফ্লাইটে দেশে ফিরেছেন সাড়ে ১১ হাজার হজযাত্রী

রূপকল্প ২০২১ সফলভাবে বাস্তবায়ন করতে পেরেছি-এ কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন,

স্বাধীনতার সুফল প্রত্যেকের ঘরে ঘরে পৌঁছাতে হবে। এ স্বাধীনতা ব্যর্থ করতে অনেক চক্রান্ত হয়েছে। কিন্তু আমরা সব অতিক্রম করেই এগিয়ে যাচ্ছি, এগিয়ে যেতেই হবে। আজকের বাংলাদেশ উন্নয়নের রোল মডেল। কিছু লোক আছে কিছুই ভালো লাগে না তাদের। ভালো হতেও দেয় না। তাদেরকে উপেক্ষা করতে হবে, তাদেরকে পাত্তা না দিলেই হলো। আমরা আমাদের দেশকে নিয়ে এগিয়ে যাবো। সকল বাধা অতিক্রম করে তরুণ সমাজই বাংলাদেশের অগ্রযাত্রা এগিয়ে নেবে।

এর আগে মাধ্যমিক থেকে স্নাতক (পাস) ও সমমান পর্যায়ের মেধাবী শিক্ষার্থীদের মধ্যে ২০২৩-২৪ অর্থবছরের উপবৃত্তি ও টিউশন ফি বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়াও এ অনুষ্ঠানে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ-২০২৪ এর সেরা মেধাবী পুরস্কার এবং ‘বঙ্গবন্ধু শেখ মুজিব স্কলার অ্যাওয়ার্ড-২০২৩’ প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
ইসলাম গ্রহণ করতে চান রোনালদো!

ইসলাম গ্রহণ করতে চান রোনালদো!

বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
উপদেষ্টা হাসান আরিফ আর নেই

উপদেষ্টা হাসান আরিফ আর নেই

শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪
সালমান সত্যিই খেয়াল রাখতে জানেন: রাশমিকা

সালমান সত্যিই খেয়াল রাখতে জানেন: রাশমিকা

শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪
হাজার কোটি রুপি আয়ের ভারতীয় ৭ সিনেমা

হাজার কোটি রুপি আয়ের ভারতীয় ৭ সিনেমা

বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪

সাম্প্রতিক পোস্ট

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বসত্ব সংরক্ষিত ২০২৪ বিজয় টিভি || All Rights Reserved.